1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় শানু বেগম হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড - Dainik Cumilla
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ কুমিল্লা -০৫ আসেন জনসংযোগ ব্যাস্ত জামায়াত প্রার্থী ডক্টর এডভোকেট মোবারক হোসাইন চিতোষীরোড স্টেশনে ট্রেন থামলেও অফিসে ঝুলে তালা,কর্মকর্তারা আসেন নিজের ইচ্ছেমতো কুমিল্লা নগরীতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার হযরত সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক ও সমবেদনা প্রকাশ বুড়িচংয়ে স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর আত্মহত্যা বুড়িচংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় সাবেক মেয়র মনিরুল হকের বিশাল শোভাযাত্রা পিআর কি খায় না মাথায় দেয়, এত বছর রাজনীতি করি আমরা পিআর বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে; কুমিল্লাাশ গয়েশ্বর চন্দ্র রায় চৌদ্দগ্রামে নগদ টাকা-স্বর্নালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূ উধাও

কুমিল্লায় শানু বেগম হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে রান্নাঘরে ঢুকে শানু বেগম (৫০) নামের এক নারীকে গলাকেটে হত্যা দায়ে প্রতিবেশী মো. দেলোয়ার হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

রবিবার (৩১ আগস্ট) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহামাদ সাইফুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেন একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রায় ঘোষণাকালে আসামি দেলোয়ার হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে মামলার বিবরণে জানা যায়, গোয়াল ঘরের জায়গার সীমানা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৫ নভেম্বর ভোরবেলা শানু বেগম তেলের পিঠা বানানোর সময় প্রতিবেশী দেলোয়ার হোসেন রান্না ঘরে প্রবেশ করে। এ সময় শানু বেগম রান্নাঘরে ঢুকার কারণ জানতে চাইলে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে বটি দা দিয়ে শানু বেগমের গলার কন্ঠনালী কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীদের শোর চিৎকারে বাড়ির অন্যান্য প্রতিবেশীদের সহযোগিতায় দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় নিহত শানু বেগমের স্বামী মো. ফরিদ বাদী হয়ে দেলোয়ার হোসেনকে একমাত্র আসামি করে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে ১৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর যুক্তিতর্ক শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD