নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে লাকসাম বাইপাসস্থ মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিন উদ্দিন বাহার মিয়াজী, উপ ব্যবস্থাপনা পরিচালক ও কো-অর্ডিনেটর লেকচারার মাওলানা মোহাম্মদ শহিদ উল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ হাসান।
মাদ্রাসার সহ-প্রধান মাওলানা কাউছার হামিদের পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।