নেকবর হোসেন
কুমিল্লার মুরাদনগর উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে গ্রেপ্তার দেখিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী জানান, গত ৩ জুলাই বাঙ্গরাবাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারের ২৫ নম্বরে শাহ আলম সরকারের নাম রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।
এ ঘটনায় নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এখন পর্যন্ত মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে রিক্তাকে বলতে শোনা যায়, শাহ আলমই হচ্ছেন সাবেক চেয়ারম্যান, যাঁর বাড়িতে ঘটনার দিন রাতে শিমুল চেয়ারম্যান, আনু মেম্বার ও শরীফসহ একাধিক ব্যক্তির সঙ্গে মিটিং হয়েছিল।