1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামি হত্যার ঘটনায় মামলা দায়ের - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামি হত্যার ঘটনায় মামলা দায়ের

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামি মামুন সম্রাটকে কুপিয়ে হত্যার দুই দিন পর দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন নারীসহ চারজনকে এ হত্যা মামলায় সম্পৃক্ততা না থাকায় পারিবারিক জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নিহত মামুনের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কোনো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম। অভিযান চলমান থাকলেও এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত মামুন সম্রাট পার্শ্ববর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। তিনি গৌরীপুর বাজারের ভুলিরপার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে দুর্বৃত্তদের মুখে মাস্ক ছিল এবং তারা ক্যামেরার আড়ালে থাকায় আসামিদের শনাক্ত করা যাচ্ছে না। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।
ঊুড়রপ

তিনি আরও বলেন, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, ধর্ষণ, মাদক সেবন, মাদক বিক্রি, অপহরণ, চাঁদাবাজি এবং একটি কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড (মোড়ে) দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD