নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম উম্মুল ক্বোরা দাখিল মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শতভাগ পাশ করা মাদ্রাসার ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন গোল্ডেনসহ ১৬ জন জিপিএ-৫ এবং ২৮ জন এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদেরকে শনিবার (২৬ জুলাই) এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার উপরও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
এ সময় উম্মুল ক্বোরা দাখিল মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে তিনি লাকসামের সকল মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার তাগিদ দেন।
উম্মুল ক্বোরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ এটিএম সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ রাজ, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম, হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোসেন মালিকী, লাকসাম সরকারি হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন কাফি, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুল মালেক আশরাফী, মাওলানা আদম শফিউল্লাহ প্রমুখ।