1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জুলাই শহীদদের স্মরণে কুবির বিজয় ২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

জুলাই শহীদদের স্মরণে কুবির বিজয় ২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের উদ্যোগে ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-এ শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ৩৬টি গাছ রোপণের উদ্ভোদন করা হয়। ফলজ গাছকেই এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে ছায়া ও ফল—দু’টিই পায়।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান এর তত্ত্বাবধানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার জুলাই চেতনাকে ধারণ করে যে কর্মসূচি নিয়েছে, তারই অংশ হিসেবে হল কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে, সেজন্য হল প্রভোস্ট মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্ররা যারা সহযোগিতা করছে, তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে, গাছ লাগানো একটা বড় ইবাদত। এ ইবাদতের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের জন্য কিছু করার একটা স্পৃহা পাই। আমরা আশা করবো, হলের সকল ছাত্ররা এই গাছগুলো রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, “৩৬-এর জুলাই উপলক্ষে বিজয় ২৪ হল কর্তৃপক্ষ ৩৬টি বৃক্ষরোপণ করবে। এক্ষেত্রে আমরা ফলজ গাছ বেশি রোপণ করব, যাতে শিক্ষার্থীরা ছায়া পায় এবং ফলও খেতে পারে। পাশাপাশি, জুলাই স্মৃতিকে কেন্দ্র করে বিজয় ২৪ হলের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD