1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সেই ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর ওপর হামলা - Dainik Cumilla
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সেই ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর ওপর হামলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হচ্ছে ১০ লেন, সমীক্ষা শেষ চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু বুড়িচংয়ে ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সাতচল্লিশ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি কুমিল্লায় ট্রিপল মার্ডার আড়াই ঘণ্টা অপেক্ষা করেও স্বীকারোক্তি দেননি ইউপি সদস্য বাচ্চু ‎পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের কোরআন খতম ও দোয়া অসচ্ছল ২০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্রামের সামাজিক সংগঠন যুসকস

কুমিল্লায় সেই ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর ওপর হামলা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট :

মওদুদ আবদুল্লাহ শুভ্র নামের এক মানবাধিকার কর্মী ও ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করেছে সন্ত্রাসীরা। শুভ্র তার পুরাতন চৌধুরী পাড়া বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীদের হামলার দরুন তার হাত ভেঙে যায় এবং পায়ের মাংস থেতলে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করেন।
মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে ভুক্তভোগী ওই মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী মওদুদ

শুভ্র সাংবাদিকদের জানান, সম্প্রতি আমি বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসীরা আমাকে লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে যার কারণে আমার মাথায়,হাতে এবং আমার পায়ের মাংস থেতলে যায়। দুটি ভিন্ন বিষয় নিয়ে আমি দ্রুত বিচার আইনে এবং কুমিল্লা কোতওয়ালি মডেল থানায় দুটি মামলা করি।মামলার এজহার নামীয় আসামীদের মধ্যে মাত্র একজন আটক হয়েছেন আর বাকিরা পলাতক থাকায় পুলিশ তাদের গেপ্তার করতে পারছে না। এজহার নামীয় আসামীদের সাঙ্গ পাঙ্গরা মামলা তুলে নেয়ার জন্য এ হামলা করেছেন এবং তারা হুমকি দিয়ে যায় যেন মামলা গুলো উঠিয়ে ফেলি। মামলা গুলো উঠিয়ে ফেললে আর হামলা করবে না বলে জানান ওই ভুক্তভোগী।

মঙ্গলবার ( ৮ জুলাই) দুপুরে কুমিল্লা কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, মানবাধিকার কর্মী, সাাংবাদিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর হামলার কথা আমরা জেনেছি। তাকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদ পরিচয় ব্যনহার কর যার এ ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আমরা কোতওয়ালি মডেল থানা পুলিশ অভিযান অব্যহত রয়েছে। আমরা আসামীদের আইনের আওতায় আনতে কোনপ্রকার দায়িত্বের অবহেলা করছিনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD