দৈনিক কুমিল্লা রিপোর্ট :
মওদুদ আবদুল্লাহ শুভ্র নামের এক মানবাধিকার কর্মী ও ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করেছে সন্ত্রাসীরা। শুভ্র তার পুরাতন চৌধুরী পাড়া বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীদের হামলার দরুন তার হাত ভেঙে যায় এবং পায়ের মাংস থেতলে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করেন।
মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে ভুক্তভোগী ওই মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী মওদুদ
শুভ্র সাংবাদিকদের জানান, সম্প্রতি আমি বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসীরা আমাকে লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে যার কারণে আমার মাথায়,হাতে এবং আমার পায়ের মাংস থেতলে যায়। দুটি ভিন্ন বিষয় নিয়ে আমি দ্রুত বিচার আইনে এবং কুমিল্লা কোতওয়ালি মডেল থানায় দুটি মামলা করি।মামলার এজহার নামীয় আসামীদের মধ্যে মাত্র একজন আটক হয়েছেন আর বাকিরা পলাতক থাকায় পুলিশ তাদের গেপ্তার করতে পারছে না। এজহার নামীয় আসামীদের সাঙ্গ পাঙ্গরা মামলা তুলে নেয়ার জন্য এ হামলা করেছেন এবং তারা হুমকি দিয়ে যায় যেন মামলা গুলো উঠিয়ে ফেলি। মামলা গুলো উঠিয়ে ফেললে আর হামলা করবে না বলে জানান ওই ভুক্তভোগী।
মঙ্গলবার ( ৮ জুলাই) দুপুরে কুমিল্লা কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, মানবাধিকার কর্মী, সাাংবাদিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর হামলার কথা আমরা জেনেছি। তাকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদ পরিচয় ব্যনহার কর যার এ ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আমরা কোতওয়ালি মডেল থানা পুলিশ অভিযান অব্যহত রয়েছে। আমরা আসামীদের আইনের আওতায় আনতে কোনপ্রকার দায়িত্বের অবহেলা করছিনা।