1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্বোধন - Dainik Cumilla
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ৭৫০ কৃষক পেল আমন প্রণোদনা যানজট নিরসনে মানবিক কুমিল্লার স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু কুমিল্লায় জমির বিরোধ নিয়ে ২ লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রীকে হত্যা কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নি’হ’ত, আহত ২ কুমিল্লার বুড়িচংয়ে মুদিদোকানে অভিযানে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ কুমিল্লায় জমির বিরোধ নিয়ে ২ লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রীকে হত্যা কুমিল্লায় পরিবেশ দূষণের দায়ে সিগমা ইকোটেক লিমিটেডের ৪ লাখ টাকা জরিমানা কুমিল্লার মুরাদনগরে নির্যাতিত সেই নারীর বাড়িতে কায়কোবাদ চৌদ্দগ্রামে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্বোধন

চৌদ্দগ্রামে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্বোধন

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ আবুল খায়ের ম্যানশনের তৃতীয় তলায় ‘ফ্রেন্ডস ক্যাফে কমিউনিটি সেন্টারে’ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মোহাম্মদ সাহাব উদ্দীন।

খায়ের ম্যানশন এর স্বত্ত্বাধিবারী ও সাবেক চেয়ারম্যান মো: আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের চেয়ারম্যান মো: মিন্টু তালুকদার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হারুনুর রশিদ মজুমদার, চৌদ্দগ্রাম সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেম, চৌদ্দগ্রাম ক্লিনিকের স্বত্ত্বাধিকারী মো: নুরুল ইসলাম আরজু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিউদ্দিন সিদ্দিকী।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: জাফর ইকবাল লিটনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদল নেতা মো: হাসান শাহরিয়ার খাঁ, চৌদ্দগ্রাম ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ম্যানেজার ইমরান হোসেন রুবেল, সহকারী ম্যানেজার মো: সুমন হোসেন, হাসপাতালের কাউন্সিলর সাইফুল হোসেন, মো: রবিউল ইসলাম, বিএনপি নেতা মো: সুজন রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া-মুনাজাত শেষে ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আগামীকাল থেকে টানা তিনদিন ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় যে কোন নাগরিক চাইলে উক্ত হাসপাতাল থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিতে পারবে।

ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের প্রকৃত চক্ষু সেবা নিশ্চিতের আহবান জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখ মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এর সেবা প্রদানে চিকিৎসকদের বেশ যত্নশীল হতে হয়। চৌদ্দগ্রামে দীর্ঘদিনের চাহিদা ছিল একটি চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্রের। ইসলামিয়া চক্ষু হাসপাতাল চৌদ্দগ্রামবাসীর সে কাঙ্খিত প্রত্যাশা পূরণে এগিয়ে এসেছে। এজন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেবার মানের বিষয়ে সবসময় যেন সজাগ দৃষ্টি রাখা হয়। এছাড়াও চৌদ্দগ্রামের হতদরিদ্র ও অসহায় রোগিদের বিনামূল্যে সেবা প্রদানের বিষয়টি যেন তারা সবসময় খেয়াল রাখে। আমরা আশা করি, সুনামের সাথে চৌদ্দগ্রামবাসীর সেবা করার মাধ্যমে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার বহুদূর এগিয়ে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD