1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে ‘বিবেকের’ মশক নিধন কার্যক্রম শুরু - Dainik Cumilla
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সদর দক্ষিণে সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার এক সন্তানের জন্য দীর্ঘ অপেক্ষা, আল্লাহ দিলেন একসঙ্গে ৩ সন্তান। কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে ‘বিবেকের’ মশক নিধন কার্যক্রম শুরু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় নগরবাসীর সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক সংগঠন ‘বিবেক’। বৃহস্পতিবার (২৬ জুন) নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পাথুরিয়াপাড়ায় মশা নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু উপস্থিত ছিলেন। তারা উভয়েই নিজ হাতে স্প্রে মেশিনের মাধ্যমে মশা নিধনের রাসায়নিক ছিটিয়ে কর্মসূচির সূচনা করেন। এলাকার বিভিন্ন ড্রেন, জলাবদ্ধ স্থান ও ঝোপঝাড়ে স্প্রে করা হয়।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ুসংকটের সময় বিবেক মানুষের পাশে থাকে। করোনাকালে যখন আপনজন দূরে থাকত, তখন এই সংগঠন অসুস্থদের পাশে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় ডেঙ্গুর মতো ভয়াবহ বিপদের সময়ও বিবেক দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে।”

তিনি আরও বলেন, ুদেশের বড় বড় শহরে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। নাগরিক সুরক্ষায় সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। তবে বিবেক মানুষের জন্য কাজ করে এবং সমাজের কল্যাণে নিবেদিত।”

বিবেকের চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু জানান, কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ৩টি ওয়ার্ডে স্প্রে করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ফগার মেশিন থাকবে। ফলে প্রতিদিন ৪টি ওয়ার্ডে মোট ১৬টি মেশিন দিয়ে মশা নিধন করা হবে। এসব ফগার মেশিন দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও মশা নিধনের রাসায়নিক বিদেশ থেকে আমদানি করা হয়েছে। কর্মসূচির ব্যয়ভার সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে বহন করছেন।

সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচি নিয়ে ইউসুফ মোল্লা টিপু বলেন, পূর্ববর্তী প্রশাসন সঠিকভাবে মশা নিধনের ওষুধ ব্যবহার করেনি এবং সব জায়গাতেই দুর্নীতির ছাপ ছিল।
কর্মসূচিতে বিবেকের সদস্য, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সংগঠনের এই জনস্বার্থমূলক উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এমন নাগরিক সচেতনতা সংকট মোকাবেলায় সহায়ক হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD