দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে শিশু নিরাপত্তায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠানসমূহের ভূমিকা ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সরকারি শিশু পরিবার (বালক) এর আয়োজনে তাদের সভা কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার ও উপতত্বাবধায়ক বরুন চন্দ্র দে র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর সরকার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, বিশেষ করে শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে তাদের অবদান নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ুসমাজসেবা অধিদপ্তর শিশুবান্ধব সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি শিশু পরিবারসমূহে থাকা শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ুশিশুদের অধিকার রক্ষায় সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সমাজের সচেতন অংশেরও ভূমিকা অপরিহার্য। এ ধরনের সেমিনার সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং সচেতনতা বৃদ্ধি করে।”
আলোচনা শেষে শিশু পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপলক্ষে জামা কাপড় বিতরন করা হয় এবং একটি খোলামেলা মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়।