1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। জাতীয় নাগরিক পাঠি (এনসিপি)-র দক্ষিণ আন্ঝলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিকালে এমন বক্তব্যকে কুরুচি পূর্ণ মন্তব্য করে এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে হাসনাতের নিজ এলাকার দেবীদ্বার উপজেলার বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন।

কুমিল্লা- ৪ দেবীদ্বারের চার বারের সাবেক সংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর নির্দেশে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন তার ছেলে কুমিল্লা জেলা উত্তর বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী।

মঙ্গলবার( ২০ মে) বিকাল সাড়ে ৪ টায় তার নিজ বাসভবন গুনাইঘর থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কুমিল্লা- সিলেট আন্ঝলিক মহাসড়ক দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি থাকলেও তা অপেক্ষা করে হাজারও মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

এ সময় ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বক্তব্যে কে সমর্থন জানিয়ে, হাসনাত আব্দুল্লাহ কে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবী করেন, তিনি বলেন- হাসনাত দেবীদ্বারের মাটি বিএনপির ঘাটি, দেবীদ্বারের মাটি মন্জুরুল আহসান মুন্সীর ঘাটি, তিনি সাত দিনের আলটিমেটামকে সমর্থন করে ক্ষমা চাওয়ার দাবী করেন। এ সমম আরও উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির মহিলা সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজুদ্দিন চেয়ারম্যান (সাজু) পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম, উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুকবল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুলসহ উজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এর আগে (১৯ মে)সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির বিভাগীয় নেতারা তার বক্তব্যকে ‘শিশুসুলভ’,‘রাজনৈতিক অপরিপক্বতার বহিঃপ্রকাশ’ এবং ‘মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ’ হিসেবে আখ্যা দেন। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উল্লেখ্য,গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যের হাসনাত আব্দুল্লাহ বলেন ‘কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।’ এমন বক্তব্যকে ঘিরে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD