নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নাঙ্গলকোট উপজেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদল সভাপতি আই.কে সাঈদ ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।
নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক সালা উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, নাঙ্গলকোট উপজেলা মৎসজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজী, উপজেলা শ্রমিকদল সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পেরিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি করিম গাজী, মৎসজীবী দল সভাপতি ইব্রাহিম মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন শ্রমিকদল সাধারণ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রায়কোট দক্ষিণ সভাপতি আলমগীর হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, হেসাখাল ইউনিয়ন সভাপতি সাহাবুদ্দিন সাবু।
এসময় উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন সভাপতি জামাল হোসেন লিটন, সিনিয়র সহ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল, সাংগঠনিক সম্পাদক সুজন, হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।