1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে অসহায় পরিবারের বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

নাঙ্গলকোটে অসহায় পরিবারের বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পঠিত

 

নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা গ্রামের কেরানী বাড়ির দিন মজুর মহিন উদ্দিনকে তার দাদার ক্রয়কৃত প্রায় ৮০ বছর পূর্বের বসতবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির আজগর আলী, খোরশেদ আলম ও শেখ ফরিদের বিরুদ্ধে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হতদরিদ্র মহিন উদ্দিন ও তার পরিবার।

ভুক্তভোগী মহিন উদ্দিন, তার ভাই সাখাওয়াত হোসেন ও তাদের মা মানছুরা বেগম জানান, উপজেলার জোড্ডা কেরানী বাড়ীর মরহুম আবুল হাশেমের ছেলে মহিন উদ্দিনের বসতবাড়ির ৩ শতক জমি তার দাদা মরহুম আলী আহমেদ ১৯৪৭ সালে একই গ্রামের মরহুম নূর মিয়া ও মমতাজ মিয়ার নিকট থেকে ক্রয় করেন। জমিটি ক্রয় করার পর বাড়ি নির্মাণ করে বংশপরম্পরায় তারা বসবাস করে আসছে। বিগত ৩ বছর যাবত মহিন উদ্দিনের দাদার ক্রয়কৃত দলিলে জমির দাগ নাম্বার ভুল হয়েছে দাবি তুলে একই বাড়ির মরহুম বদু মিয়ার ছেলে আজগর আলী, খোরশেদ আলম ও আমিনুল হকের ছেলে শেখ ফরিদ মহিনের টিনশেড ঘর ভেঙ্গে জমিটি দখলের চেষ্টা করছে।

অভিযুক্ত আজগর আলীর মোবাইল ফোন নাম্বারে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় সমাজপতি শাহ আলম মিয়াজী বলেন, আমরা স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু বিষয়টি থানা ও আদালত পর্যন্ত যাওয়ায় আমরা আর সমাধান করতে পারিনি।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, বিষয়টি আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD