1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Dainik Cumilla
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে ব্রাহ্মণপাড়ায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও দোয়া কুয়েট শিক্ষার্থী বহিষ্কার ও ভিসির পদত্যাগ দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ব্রাহ্মণপাড়ায় বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার চৌদ্দগ্রামে চিহিৃত মাদক কারবারি কর্তৃক অসহায় পরিবারের উপর হামলা চৌদ্দগ্রামে অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা, থানায় অভিযোগ ছয়দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, যৌথবাহিনীর হস্তক্ষেপ, ফাঁকাগুলি কুমিল্লায় নববর্ষে শহীদ মুগ্ধ স্মরণে ১০ হাজার তৃষ্ণার্তকে পানি বিতরণ

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে মো: শহিদুল ইসলাম নামে এক সৌদিপ্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে। অগ্নিকান্ডের এ ঘটনায় ওই ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ দামী আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ এপ্রিল)  দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি উত্তর-পূর্বপাড়া এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে প্রবাসী মো: শহিদুল ইসলামের বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগির নিকটাত্মীয় মো: বাহা উদ্দীন দুলাল।

ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে প্রবাসে যান মো: শহিদুল ইসলাম। গত সপ্তাহে শহিদুল ইসলামের স্ত্রী মো: জেসমিন আক্তার দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ী পাশ^বর্তী ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে বেড়াতে যান। সোমবার দিবাগত রাত অনুমান ১১টায় বাড়ী থেকে খবর আসে ঘরে আগুন লেগেছে। সংবাদ শুনে গৃহবধূ জেসমিন আক্তার তার ভাই বাহা উদ্দীন দুলাল ও সন্তানদের নিয়ে রাতেই স্বামীর বাড়ীতে ফিরে আসেন। বাড়ীতে আসার আগেই ঘরে থাকা ৩টি দামী খাট, স্টীলের ৩টি আলমিরা, একটি ফ্রিজ, ১টি এলইডি টিভি, ২টি শৌকেস, ১ সেট কাঠের সোফা সহ সকল দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৫২/১৫.০৪.২০২৫) করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো: মেহেদী হাসান সুজন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুনেছি ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ বিস্তারিত বলতে পারবে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এ সংক্রান্ত একটি জিডি করেছে ভুক্তভোগির পরিবার। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD