সাফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বাংলা বর্ষবরণ এবং পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও শোভাযাত্রা সোমবার সকালে নাঙ্গলকোট পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বটতলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। বর্ষবরণ ও র্যালি শেষে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক, যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, অধ্যাপক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, লায়ন ইলিয়াছ মজুমদার, আরিফুল আলম নোমান, সদস্য মাস্টার মমতাজুল করিম, এডভোকেট আবুল বাশার, এডভোকেট কামরুল ইসলাম, হাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, ইমরান ভূঁইয়া, নাজমুল হাসান নাজিল, সাফিন নেওয়াজ সাগর, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম শিবলু, ইসমাইল হোসেন সাগর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা এস.এম নাছির উদ্দীন।