সাফায়েত উল্লাহ মিয়াজী :
ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোটের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর অতিরিক্ত দায়রাজজ সাইফুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া।
ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল কবির সুফল ও ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সাধারন সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সি.আই.পি গোলাম কবির ভূঁইয়া, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সহ সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, আবুল খায়ের তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস ভূঁইয়া, সমাজ সেবক গোফরান মিয়াজি, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, সমাজ সেবক ত্বোহা হসান ভূঁইয়া স্বাধীন, ইঞ্জিনিয়ার সাইমুম ভূঁইয়া, বেলাল হোসেন মহাজন প্রমুখ।
অনুষ্ঠানে ঢালুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ন ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সাংবাদিক, ২৪ এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মাদ্রাসার হাফেজদের সম্মানি অর্থ প্রদান করা হয়।