কুমিল্লায় ইভিএমে আঙ্গুলের ছাপ না নেয়ায় ইট-পাথরে ঘষাছেন দুই নারী ভোটার
নেকবর হোসেন,স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে এসে কথাগুলো বলছিলেন বানু বেগম ও খুকি বেগম। সকালে ভোট দিতে কেন্দ্রে এসে ইভিএমে আঙ্গুলের ছাপ না নেয়ায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তারা ভোট দিতে পারেননি। পরে তারা ভোট দিতে নিজেদের আঙ্গুল ইট-পাথরে ঘষতে শুরু করেন। এরপর তারা পানি আঙ্গুল পরিষ্কার করেন।
খুকি বেগম বলেন, ‘পানি দিয়া না অইলে (হলে) লেমুর (লেবু) রস দিয়া আঙ্গুল পরিস্কার কইরা চায়াম (দেখব)।
বিষয়টি নিয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাজহারুল আলম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তারপরও যাদের আঙ্গুলের ছাপ নেবে না, তাদের আর ভোট দেয়ার সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে সমাধান কি, এমন প্রশ্নে তিনি বলেন, আসলে বিষয়টা নির্বাচন কমিশন ভালো বলতে
পারবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সারা দেশের ন্যায় কুমিল্লার লালমাই উপজেলা
পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।