1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আজ থেকে নগরীর রিকশা অটো রিকশা থামলে আইনগত ব্যবস্থা - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

আজ থেকে নগরীর রিকশা অটো রিকশা থামলে আইনগত ব্যবস্থা

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা নগরীর যানজট নিরসনে আজ থেকে নগরীর দেশওয়ালীপট্টি মোড় থেকে কান্দিরপাড় পূবালী চত্বর পর্যন্ত কোন ধরনের রিকশা ইজিবাইক সিএনজি চলবে না। এছাড়া টমছমব্রীজ, পুলিশ লাইন, রানীরবাজার থেকে সাত সিটের বড় ইজিবাইক চলবে না, তবে এসব রাস্তায় রিকশা-সিএনজি চলাচল করতে পারবে। আজ বুধবার থেকে এই নিয়ম কার্যকর হবে এবং সকলকে এই নিয়ম মেনে যানবাহন ব্যবহার করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল নগরীতে মাইকিং করে এই নির্দেশনা জানানো হয়েছে। যারা নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও মাকিংয়ে ঘোষণা করা হয়।
গত সোমবার রাতে কুমিল্লা টাউন হল মিলনায়তনে স্টেকহোল্ডারদের সাথে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা ড. শফিকুল ইসলাম সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেন।
কুমিল্লা জেলা ট্রাফিক পরিদর্শক জিয়াউল হক টিপু জানান, সভায় সিদ্ধান্ত মোতাবেক যানবাহন চলাচলে আমরা সচেষ্ট থাকবো। সাধারণ নাগরিকরা যেন ভোগান্তির শিকার না হন -আমরা সে বিষয়টি মাথায় রেখে নতুন নতুন পাইলট কর্মসূচিগুলো বাস্তবায়ন করবো। সকল স্টেকহোল্ডাররা আমাদেরকে সহযোগিতা করবেন।
গত সোমবারের মত বিনিময় সিদ্ধান্তক্রমে এমপি বাহার সভায় বলেন, পরীক্ষামূলক ভাবে আগামী ১৫ তারিখ থেকে পুরো রোজার মাস কান্দিরপাড় থেকে দেশওয়ালিপট্টি মোড় পর্যন্ত কোন রিকশা অটোরিকশা ভ্যান সিএনজি চলবে না। প্রাইভেট গাড়ী ও পথচারীরা শুধু এই পথে চলাচল করবেন। আর রাস্তার উপর কোন ইট বালু সিমেন্ট রেখে নির্মান কাজ কোন ভাবেই চালানো যাবে না।
সভার প্রধান অতিথি এমপি বাহার কুমিল্লা সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, আজকের পর থেকে কুমিল্লা সিটিতে যেসব মার্কেট আছে বেইজম্যান্ট পার্কিং নিয়ে অনুমোদন নিয়েছে কিন্তু তাদের যানবাহন পার্কিং করার সুবিধা নেই- সেই সব বেইজমেন্টগুলোতে বানিজ্যিক প্রতিষ্ঠান করে ভাড়া দেয়া হয়েছে সেগুলো থেকে বেইজমেন্ট পার্কিং মুক্ত করা করতে হবে। প্ল্যান বহির্ভুতভাবে সকল স্থাপনার কাজ বন্ধ রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD