গোলাম হোসাইন তামজীদ।।
গতকাল শনিবার বিকেলে কুমিল্লা স্টেশন ক্লাবে ৭ দিনব্যাপী বিসিক শিল্প পণ্য মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লার অধ্যক্ষ কামরুজ্জামান, সভাপতি ছিলেন বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: মুনতাসীর মামুন।
মেলায় বিভিন্ন ধরনের স্টলের মধ্যে উল্লেখযোগ্য ছিল কুটির শিল্প, তাঁত শিল্প, বিভিন্ন ধরনের পিঠা ও খাদ্য সামগ্রীর স্টল, কাপড়ের স্টল এবং নার্সারি।