1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
"ব্রাহ্মণপাড়ায় মিনিবার এলইডি টিভি কাপ ফাইনাল খেলায়" মাদক প্রতিরোধে তরুণ প্রজন্মকে খেলাধুলার পরিবেশ করে দিতে হবে-ড. মোবারক হোসেন - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্বর্ণালী আভায় প্রকৃতি মাতাচ্ছে চোখজুড়ানো সোনালু ফুল

“ব্রাহ্মণপাড়ায় মিনিবার এলইডি টিভি কাপ ফাইনাল খেলায়” মাদক প্রতিরোধে তরুণ প্রজন্মকে খেলাধুলার পরিবেশ করে দিতে হবে-ড. মোবারক হোসেন

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।

মাদক প্রতিরোধে তরুণ প্রজন্মকে খেলাধুলার পরিবেশ তৈরি করে দিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন। তিনি বলেন, মাদক নির্মূলে সমাজের সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনের মাধ্যম খেলাধুলায় যেন সময় দিতে পারে। এছাড়া মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানান তিনি। ড. মোবারক বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নয়, অপসংস্কৃতি নয়, দেশের যুবসমাজ সুষ্ঠু, স্বাস্থ্যকর খেলাধুলায় মেতে উঠবে। এ বিষয়ে তরুণ সমাজের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তিনি আরো বলেন, সুস্থ সংস্কৃতির মাধ্যমে পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করতে হবে। আমরা চাই, শুধু যুবসমাজ নয়-সব বয়সি মানুষ স্ব স্ব পেশা-কর্মের সঙ্গে খেলাধুলা-শরীরচর্চায় মনোনিবেশ করুক। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সাপোর্ট প্রদানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আমাদের যুব সমাজ মাঠে খেলবে, মাঠ দাপিয়ে বেড়াবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে। বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন গত ১০ জানুয়ারি শুক্রবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই এলাকার ষ্টার জোন স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল মিনিবার নাইট ম্যাচ খেলায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবক মো: খোকন ভূইয়ার সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন সৌদি প্রবাসী মোঃ আব্দুল রশিদ ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন টাকই রহমতপুর ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য ইয়ার খান ভূইয়া, সমাজসেবক জাহাঙ্গীর আলম ভূইয়া, কুমিল্লা টাওয়ার হাসপাতালের এজিএম লুৎফর রহমান খান মাসুম, ছাত্র প্রতিনিধি মাসুদ আলম, আশরাফুল ইসলাম ইথার, মো. শামীম ভূইয়া প্রমূখ। খেলায় অংশগ্রহণ করছেন আর্জেন্টিনা একাদশ বনাম ব্রাজিল একাদশ। খেলায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা একাদশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD