নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লাকসাম উপজেলার বরইগাঁও সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধ মহাবিহারে মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত, এশীয় সুবর্ণ শান্তিপদকে ভূষিত, বিশ্বনাগরিক পণ্ডিত সংঘরাজ জ্যোতিঃপাল মহাথেরোর ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিহার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অষ্টপরিস্কার, সংঘদান, স্মৃতিচারণ সভা এবং কেক কাটার মাধ্যমে মহাপণ্ডিতের অবদান স্মরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মজলিশপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাথের, প্রজ্ঞাদিপ্তী ভিক্ষু, কুমিল্লা বৌদ্ধ বিহার সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিষ সিংহ খোকনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কুমিল্লা কোটবাড়ী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাথেরোর সভাপতিত্বে ও সুমন সিংহের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বরইগাঁও বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের।
দিনব্যাপী আয়োজন:
সকালে জ্যোতিঃপাল বালিকা উচ্চ বিদ্যালয় ও জ্যোতিঃপাল অনাথ বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জ্যোতিঃপাল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভক্তরা বিশেষ প্রার্থনায় অংশ নেন। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
স্মৃতিচারণ সভায় বক্তারা সংঘরাজ জ্যোতিঃপাল মহাথেরোর জীবনাদর্শ ও জনহিতকর কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে মানবসেবায় অবদান রেখে গেছেন। তাঁর স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে দায়ক-দায়িকাবৃন্দ এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।