ডেস্ক রিপোর্ট।।
ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ২৭ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন।
তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিক অ্যারেস্টের কথা জানানো হয়েছে। কাজী রফিক ২০১৭ সালে সাংবাদিকতা শুরু করেন। ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে তার সাংবাদিকতার হাতেখড়ি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন।
সাংবাদিক কাজী রফিকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেইলের সম্পাদক মহিউদ্দিন সরকার, হেড অব নিউজ হারুন জামিল ও তার সহকর্মীরা। তার মৃত্যুতে ঢাকা মেইল পরিবার গভীর শোকাহত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের ঢাকা মেইলের সহকর্মী নিজস্ব প্রতিবেদক কাজী রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সন্ধ্যা ৬টায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে অত্যন্ত সম্ভাবনাময় তরুণ এ সাংবাদিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিকেলে আমাদের সিনিয়র রিপোর্টার ইমরুল কায়েসের কাছে সর্বপ্রথম রফিকের হার্ট অ্যাটাকের খবর পেয়ে দ্রুত প্রধান প্রতিবেদক বোরহান উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। আমাদের অন্য সহকর্মীরা তাকে হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যান। কিন্তু রফিকের জীবন রক্ষা করা যায়নি। সন্ধ্যা ৬টায় সে অনন্তলোকে চলে যায়।
ঢাকা মেইলের হেড অব নিউজ আরও বলেন, ‘রফিক শুরু থেকেই ঢাকা মেইলের অপরিহার্য কর্মী ছিলেন। গত শনিবারের মিটিংয়েও রফিক প্রাণবন্ত ছিল। প্লানিংয়ের সময় খুব সক্রিয় ভূমিকা রাখে। আমাদের এই সহকর্মী সব সময়ই ছিল প্রাণপ্রাচুর্যে ভরপুর। ডিজিটাল প্লাটফর্মেও দুর্দান্ত পারফর্ম করত। তার এ অকাল প্রয়াণে আমরা একজন নিষ্ঠাবান সৎ সহকর্মীকে হারালাম। রফিকের মৃত্যুতে আমি গভীর বেদনা অনুভব করছি। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তার স্ত্রী ও পরিবারের সদস্যদেরকে আল্লাহতায়ালা ধৈর্য ধারণের তৌফিক দিন। ওগো দিবস যামিনীর মালিক। আমাদের রফিকের চিরকালের যাত্রাকে তুমি শান্তিময় কর। তোমার রহমতের ছায়ায় তাকে আশ্রয় দিও।’