1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসাম ফজলুল উলূম মাদ্রাসা নবাগত ১৭ হাফেজকে পাগড়ি দান - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

লাকসাম ফজলুল উলূম মাদ্রাসা নবাগত ১৭ হাফেজকে পাগড়ি দান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম : লাকসাম ফজলুল উলূম মাদ্রাসা ও ফজলুল উলূম মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার পাশে মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে নসিহত করেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব’র পরিচালক মুফতি সাঈদ আহমদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ঢাকার পরিদর্শক মাওলানা মুফতি উসমান গনি, ঢাকা রামপুরার জামিয়া কারিমিয়া মাদ্রাসার মাওলানা মুফতি ফয়জুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মাদানীনগর কারিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুজ্জাম্মেল হক ফারুকী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আফজাল হোসাইন, লাকসাম মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দীন। সভাপতিত্ব করেন, আমেনা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান সেলিম মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি ইউনুছ খন্দকার। মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠান তদারক করেন।
বার্ষিক মাহফিলে লাকসাম ফজলুল উলূম মাদ্রাসার ৯ জন, নাঙ্গলকোট ফজলুল উলূম মাদ্রাসার ৩ জন ও লাকসাম ফজলুল উলূম মহিলা মাদ্রাসার ৫ জনসহ নবাগত ১৭ হাফেজকে পাগড়ি ও মহিলা হাফেজদের কিতাব উপহার প্রদান করা হয়। পাগড়িপ্রাপ্ত নবাগত হাফেজদের মধ্যে রয়েছেন- মোঃ আবু রায়হান (ষোলদোনা, লাকসাম), মোঃ মুজাহিদুল ইসলাম (যশোর), মোঃ আফসার উদ্দিন (পলকোট, নাঙ্গলকোট), মোঃ রাতুল ইসলাম (নিশ্চিন্তপুর), মোঃ আব্দুল কাইয়ুম (ডিমাতলী), মোঃ আরাফাত হোসেন (বাইশগাঁও, মনোহরগঞ্জ), মোঃ আবু বকর (বাঙ্গড্ডা, নাঙ্গলকোট), মোঃ ইসমাইল হোসেন (সেনবাগ, নোয়াখালী), মোহাম্মদ সিয়াম (ইরুয়াইন), মহিলা হাফেজদের মাঝে রয়েছেন- ফয়জুন্নেসা সামিয়া (দিশাবন্দ, মনোহরগঞ্জ), খাদিজা আক্তার (চড্ডা, মনোহরগঞ্জ), জান্নাতুল মাওয়া (মুন্সীগঞ্জ, ঢাকা), মারিয়া জাহান (বাতাবাড়িয়া, মনোহরগঞ্জ) ও হুমায়রা আক্তার (চাটিতলা, নাঙ্গলকোট), নাঙ্গলকোট ফজলুল উলূম মাদ্রাসার ৩ জন হলেন- ইমরান হোসেন (ছোট মনতলি), কাউছার আলম (খোসারপাড়) ও মারুফ তামিম (নতুন হরিপুর, নাঙ্গলকোট)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD