1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

 

মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলে উপজেলার ৩২টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল পরিচালিত আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের সহকারী প্রধান ওমর ফারুক। হল সুপারের দায়িত্ব পালন করেন, একই স্কুলের গণিত শিক্ষক জহিরুল ইসলাম রাজু। পরীক্ষা তত্ত্বাবধানে ছিলেন, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হালিমা আক্তার।এছাড়াও মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারজাহান আক্তার, শিকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা আক্তার, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাদিম, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, উত্তর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষকগণ পরীক্ষা চলাকালে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,
আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের‌ পরিচালক মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের চেয়ারম্যান এসএম শেখ কামাল ও প্রধান শিক্ষক মোঃ শাফায়েত হোসাইন।
এদিকে, উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।
প্রধান শিক্ষক মোঃ শাফায়েত হোসাইন বলেন, প্রতিষ্ঠার পর থেকে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল অত্রাঞ্চলে মানসম্মত শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে আরও ভালো অবস্থানে যেতে পারে সে লক্ষ্যে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ কাজে এলাকাবাসী, শিক্ষার্থী-অভিভাবকরাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমরা তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে ৮০ ভাগ নম্বর প্রাপ্ত সকল শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD