স্টাফ রিপোর্টার।।
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছো। নগর ঘুড়ে দেখা যায় তারা মাথায় জাতীয় পতাকা, জাতীয় পতাকার আদলে মাথায় ফিতা পরে স্কুল থেকে কুমিল্লা কান্দিরপাড় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান বিজয় দিবসে ১৯৭১ সালে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া দিনটি সরকারি ছুটি থাকায় কুমিল্লায় শিশুদের মাঝে বিভিন্ন রঙের পোশাক জাতীয় পতাকা হাতে নিয়ে ঘড়ে বাইরে ঘুড়তে দেখা যায়। এছাড়া ছোট ছোট বাচ্চারা বিজয় দিবস উপলক্ষে নিজেদের ঘরে সাজসজ্জা করে। দেখা যায় ছোট শিশু তাসফিয়া সাবেরী, শাওবান,শায়দা এবং তাইয়্যেবা ১৬ ডিসেম্বর উপলক্ষে কাপড় চোপড় পরে আনন্দ করে। শিশুদের মায়েরা তাদেরকে সাজিয়ে তোলে কারো কারো হাতে জাতীয় পতাকা মাথায় জাতীয় পতাকার অঙ্কিত পিতা দেখা যায়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় শিশুরা নিজেরা নিজেদের মতো করে পিকনিক জোলাভতিসহ নিজেদের ঘড়ে উপাদেয় খাবার তৈরি করা হয়।