1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইসলামে বিজয় দিবস পালন - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ইসলামে বিজয় দিবস পালন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

 

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়। এ দিবসটি আমাদের জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম, অনেক রক্ত, লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে আমরা সেদিন এই বিজয় অর্জন করেছিলাম। এ বিজয়ের গৌরব ও আনন্দ অম্লান হয়ে থাকবে অনন্তকাল। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব প্রিয় মাতৃভূমির ভূখণ্ড রক্ষা করা এবং ভালোবাসা। দেশের জন্য আত্ম উৎসর্গকারীদের জন্য দোয়া করা। এটাই ইসলামের আদর্শ। চলমান প্রবন্ধে ইসলামের দৃষ্টিতে বিজয় দিবস উদযাপন নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

শরিয়তের সীমার মধ্যে বিজয় দিবস উদযাপন করা দোষণীয় নয়, বরং পছন্দনীয় ও প্রশংসনীয়। বিজয় দিবস সম্পর্কে পবিত্র কোরআনের দুটি সুরা আমাদের সামনে রয়েছে। একটি সুরা ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। আরেকটি সুরার নাম হচ্ছে সুরা নাসর। নাসর মানে মুক্তি ও সাহায্য। সুরা নাসরে মহান আল্লাহ বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে এবং দলে দলে লোকদের ইসলামে প্রবেশ করতে দেখবেন, তখন স্বীয় রবের প্রশংসার সঙ্গে তাসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুন। (সুরা আন নাসর)।

আল্লাহ রাব্বুল আলামিন সুরা নাসরে বিজয়ের দিনে তিনটি কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথম: বিজয়ের দিন যখন আসবে তোমরা তাসবিহ পাঠ কর, আল্লাহর পবিত্রতা বর্ণনা কর। দ্বিতীয়: আল্লাহর হামদ পাঠ কর, শুকরিয়া আদায় কর। তৃতীয়: মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় যদি ভুলত্রুটি হয়ে থাকে তার জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। তাহলে বিজয়ের দিনে মুসলমানদের কাজ হলো আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর দরবারে পাপ মোচনের জন্য প্রার্থনা করা।

ইতিহাস থেকে জানা যায়, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১০ বছর পর বিজয়ী বেশে সহস্র সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন তিনি চেহারা নিম্নগামী অবস্থায় একটি উটের উপর বসা ছিলেন। প্রথমে হযরত উম্মে হানীর ঘরে প্রবেশ করে আট রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজকে সালাতুল ফাতাহ বা বিজয়ের নামাজ বলা হয়।

আমাদেরও এভাবেই ইসলামের শিখিয়ে দেয়া পদ্ধতি দিয়ে বিজয় দিবস পালন করা দরকার। এদিন নফল নামাজ পড়ে এবং মহান আল্লাহর দরবারে তাসবিহ, তাহমিদ পাঠ করে বিজয়ের জন্য তাঁর শোকর আদায় করতে পারি। আর কোরআন তেলাওয়াত করে এর সওয়াব দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, বুকের রক্ত দিয়েছেন, সেই শহীদ ভাই-বোনদের রুহে সওয়াব রেসানি করতে পারি। তাদের জন্য দোয়া করতে পারি। আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিময় ও সমৃদ্ধিশালী উন্নত ও আদর্শ দেশ গঠনে শপথ নিতে পারি। মহান আল্লাহ তায়ালা আমাদের তৌফিক সেই তাওফিক দান করুন , আমিন।

 

লেখক —

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
ধর্ম ও সমাজ সচেতন লেখক, ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক ও চেয়ারম্যান -গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD