1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সেচ্ছাসেবীদের ৬ ঘন্টা শ্রমে প্রান ফিরে পেল তিন কিলোমিটার সড়ক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মামলায় সক্রিয় অস্ত্রধারী আসামী ও ইন্ধিনদাতাদের গ্রেপ্তারের দাবি মওদুদ আবদুল্লাহ শুভ্রের বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসী যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু কুমিল্লা নগরীর ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ধরে পাবলিক লাইব্রেরিটির অস্তিত্ব নেই কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মাল জব্দ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

সেচ্ছাসেবীদের ৬ ঘন্টা শ্রমে প্রান ফিরে পেল তিন কিলোমিটার সড়ক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি গ্রামের নাম, এলাহাবাদ। এ গ্রাম থেকে দেবিদ্বার উপজেলা শহরে আসা-যাওয়ার সড়কটি ব্যবহার অনুপযোগী দীর্ঘদিন। সড়কটি নিয়ে যেন গ্রামবাসীর ভোগান্তির শেষ নেই।
এ ভোগান্তি দেখে সড়কটি সংস্কারে এগিয়ে আসে এলাহাবাদ গ্রামের তরুন-যুবক সেচ্ছাসেবীর। তাদের দেখাদেখি এ কাজে সামিল হয় শিশু-বৃদ্ধরাও৷ দুই লক্ষ টাকার ভাঙা ইট, ৫০ হাজার টাকার বালি নিয়ে দেড় শতাধিক মানুষের স্বেচ্ছাশ্রম। ছয় ঘন্টায় প্রান ফিরে পেয়েছে ৩ কিলোমিটার সড়ক।

শুক্রবার সকাল সাড়ে ৮টা। দেখা যায়, ভাঙ্গাচুরা সড়কে বিভিন্ন বয়সের দেড় শতাধিক মানুষ। কারুর গায়ে এলাহাবাদ সমাজ সেবা সংগঠনের গেঞ্জি। কাজ করছেন যে যার মতন। কেউ ট্রাক্টর থেকে নামাচ্ছে ভাঙা ইট বা বালি। আবার কেউ সড়ক গর্তগুলোতে বসিয়ে দিচ্ছেন ভাঙা ইট। কেউ হাতুড়ি দিয়ে ভাঙ্গছে আস্ত ইট। সেচ্ছাসেবীদের কাজ শেষ হলে একটি ইঞ্জিন চালিত রোলার এসে লেভেল করে দিচ্ছেন সড়ক।

এ উদ্যোগটি নেন এলাহাবাদ গ্রামের ডাঃ কামরুল হাসান মুন্সি। তিনি বলেন, এ সড়কটি দীর্ঘদিন চলাচলের উপযোগী ছিল না। এলাহাবাদ সমাজ সেবা সংগঠনের সদস্য, গ্রামবাসী, ও আমাদের গ্রামের প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা সড়কটি সংস্কার করেছি। আমাদের ৪০ গাড়ি ইট। ২৫ গাড়ি বালু লেগেছে। আমরা ১২০ জনের বেশি লোকজন এখানে স্বেচ্ছায় শ্রম দিয়েছি।

এলাহাবাদ সমাজ সেবা সংগঠনের সদস্যরা বলেন, এ সড়ক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিন চলাচলের অনুপযোগী। কোন রকমে চলাচল করা গেলেও গত এক বছর ধরে ভেঙ্গে পড়েছে সড়কের অবকাঠামো। আজ শতাধিক সেচ্চাসেবীর কঠোর পরিশ্রমে রাস্তাটি সংস্কার সম্পন্ন হয়েছে।

এ সময় এলাহাবাদ গ্রামের ডাঃ কামরুল হাসান মুন্সি, মো. আদিল, মো. সুজন,মো. মিজান, মো. সিশির, মো. ইউনুস, মো. মহসিন মো. রায়হান, মো. সজিব, সাকিব মুন্সি, রাসেল ও রাসেল আহম্মেদ, তুহিন, সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এলাহাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, এলাহাবাদ বাজার থেকে ধামতীর সিমারকান্দা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগি ছিল। আজ সড়কটি সংস্কার হয়েছে। কাজটি প্রশংসনীয়। আমি ঘুরে দেখে এসেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD