শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
কুমিল্লার হোমনায় তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাবলিক লাইব্রেরির আয়োজনে মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি)শিল্পকলা একাডেমির মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী৷ মেলায় ১২ টি স্টল অংশ গ্রহণ করে। এ সময় তিনি একুশে বই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, এসিল্যান্ড ইউসুফ হাসান, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, হোমনা থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার,যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রশাসন লাইব্রেরির পরিচালক আবদুস সালাম ভূইয়া ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।