1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৮শতাধিক রোগী - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৮শতাধিক রোগী

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৬৪২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশন’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৭ জুলাই ) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজী ছন্দুল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের পরিচালনায় প্রধান মেহমান ছিলেন, ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভূইয়া শিমুল। প্রধান আলোচক ছিলেন এস এম মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, হাজী নোয়াব মিয়া, ফারুক আহাম্মদ, হাজী মোঃ আঃ হান্নান, মামুনুর রশিদ চৌধুরী, আঃ মতিন, কাইকোবাদ সরকার, মোঃ ইউনুছ খান, মোঃ বাছির মিয়া, মোঃ মজিবুর রহমান সরকার, ডা. জয়দল হোসেন প্রমুখ।

সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে ৮শ ৪৩ রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবস্থাপত্র দেওয়া হয়। এ সময় হতদরিদ্র রোগীদের কিছু কিছু ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। প্রতিটি রোগীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল বলেন, আমরা রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করে আসছি। এ বছরও একই নিয়মে এর আয়োজন করেছি। এতে অনেক রোগী তাদের কাঙ্ক্ষিত সেবা পায়। মানুষের সেবাই আমাদের লক্ষ্য। ফ্রি চিকিৎসা সেবা ছাড়াও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে আমরা ভুক্তভোগীদের সাহায্যে নানা পদক্ষেপ গ্রহণ করে আসছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD