1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ আটক ২, সিএনজি অটোরিকশা জব্দ - Dainik Cumilla
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুদ্ধ জনতা ধান্যদৌল আলোর পথ যুব সংঘের উদ্যোগে ১৮ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ আটক ২, সিএনজি অটোরিকশা জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে মো: ইউসুফ ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের কাজী অহিদুর রহমানের ছেলে কাজী মো: লিটন। রোববার (১৪ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম বিপিএম (সেবা), পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায়, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার তত্ত¡াবধানে থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দুইটায় চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন লোক সিএনজি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে ইউসুফ ও লিটন নামে দুইজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা একটি স্কুল ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত ইউসুফ ও লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD