1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জে বাবাকে ডাকাতের গুলি, দেখে হৃদরোগে ছেলের মৃত্যু - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

মনোহরগঞ্জে বাবাকে ডাকাতের গুলি, দেখে হৃদরোগে ছেলের মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৫০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ডাকাতিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধের পেটে গুলি চালিয়েছে ডাকাতরা; আর গুলিবিদ্ধ বাবাকে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।

গুলিবিদ্ধ আব্দুল মালেকের (৭০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হৃদরোগে মারা গেছেন তার ছেলে ওমর ফারুক (৪০)।

চার সন্তানের জনক আব্দুল মালেক একজন চা দোকানি। বাতাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনেই তার চায়ের দোকান।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল মালেকের স্ত্রী শহিদা বেগম ও স্থানীয়দের বরাতে ওসি শাহজাহান কবির জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবারও আব্দুল মালেক ফজরের নামাজ শেষে দোকান খুলে বসেন। একটু পরেই তার স্ত্রী শহিদা বেগমও দোকানে আসেন।
এরই মধ্যে দুইটি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা আব্দুল মালেকের কাছে সিগারেট চান।
“মালেক তাদেরকে সিগারেট দিতে দিতেই হঠাৎ ওই ডাকাতরা পিস্তল বের করে শহিদা বেগমের গলায় থাকা সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। তখন মালেক তাদেরকে বাধা দিলে সঙ্গে সঙ্গে ডাকাত সদস্যরা তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ওসি আরও বলেন, “আব্দুল মালেক ও তার স্ত্রীর চিৎকারে তাদের ছেলে ওমর ফারুক ঘর থেকে ছুটে আসে। এসে বাবাকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন।

স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আর আব্দুল মালেককে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে চোখের সামনে স্বামীকে গুলিবিদ্ধ হতে দেখে ও ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন শহিদা বেগম।

ঘটনার পর থেকেই শোকে বিলাপ করতে করতে তিনি বলছেন, “ও আল্লাহ এটা কী হলো? ডাকাতরা আমার স্বামীকে গুলি করলো। কিছুক্ষণ পর আমার ছেলেটিও মারা গেল। তার রেখে যাওয়া ৩ ছেলে ও ১ মেয়ে এখন কাকে বাবা বলে ডাকবে? আর আমিও কি নিয়ে বাঁচবো।

বাতাবাড়িয়া গ্রামটি কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর চাটখিল উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত। খবর পেয়ে মনোহরগঞ্জ ও চাটখিল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি শাহজাহান কবির বলেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ঘটনাটি মনোহরগঞ্জ এবং চাটখিল থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD