1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় ৮৮ ছাত্রের অংশগ্রহণ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় ৮৮ ছাত্রের অংশগ্রহণ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

 

নেকবর হোসেন

‘খেলাধুলায় স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০টি কলেজের ৮৮ জন ছাত্র প্রতিযোগিতায় অংশ নেয়।
শনিবার (৮জুন) কুমিল্লা স্টেডিয়ামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুলে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ নিজামুল করিম ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, গোটা বিশ্বের সাথে তাল-মিলিয়ে আমাদের সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘোষনা ২০৪১ সালে সোনার বাংলাদেশ নির্মান করার। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন তারাই করবে যারা আজকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যারা সাঁতার প্রতিযোগিতা করতে আসছে তাদের ফিজিক্যাল ফিট হতে হবে,শিক্ষা-দিক্ষায় ফিট হতে হবে,খেলাধুলায় ফিট হতে হবে।
তিনি আরও বলেন, আমরা একটি জাতি চাই, যে জাতি গোটা বিশ্বে সবক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব করবে। এটা হতে পারে সাঁতার, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল। যেমন ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বে প্রতিনিধিত্ব করছে, তেমনি তোমাদের থেকে একজন সাকিব আল হাসান সৃষ্টি হবে যে কিনা সাঁতার প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে।
তিনি সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন শেষে সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ফারুক রোমেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু। একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD