1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিতে সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুবিতে সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

কুবি সংবাদদাতা :

সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় পঞ্চাশের অধিক সংখ্যক শিক্ষক অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে কুবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, প্রত্যয় স্কিম একটি বৈষম্যমূলক পেনশন স্কিম। পূর্বে শিক্ষকগণ যে সুযোগ-সুবিধা ভোগ করতেন তার সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোন বৈষম্য ছিলো না। কিন্তু বর্তমানে শিক্ষকগণ পূর্বে যে পেনশন স্কিম পেতেন তা থেকে অতিসুক্ষ্মভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা নানা ভাবেই আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সরকারের এমন একটা অঙ্গ  যারা সরকারকে প্রলুব্ধ করেছে এই প্রত্যয় স্কিমের মাধ্যমে শিক্ষকদের বঞ্চিত করতে।

তিনি আরও বলেন, এই প্রত্যয় স্কিম শুধু যে নতুনদের জন্য কার্যকর হবে এমন নয় বরং যারা সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হবে তাদের ক্ষেত্রেও কার্যকর হবার সম্ভাবনা রয়েছে। সরকার তার তিন বাহিনী সেনা, বিমান এবং নৌ এই তিনবাহিনীকে প্রত্যয় স্কিম বহির্ভূত রেখেছেন, তাদেরকে এই স্কিমের আওতাভুক্ত না করার জন্যই আমরা মনে করি এটা একটি দুরভিসন্ধিমূলক ব্যাপার। কাজেই এই প্রত্যয় স্কিম শিক্ষকদের জন্য অনেক ভয়াবহ হবে। তাই আমরা সরকারকে অনুরোধ করছি এই প্রত্যয় স্কিম প্রত্যাহার করার জন্য।

শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভিসি ও ট্রেজারারের পদত্যাগের এক দফা দাবিতে ১৩ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

রোববার (২৬)মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মেহেদী হাসানসহ প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD