1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চার নাকি মাশরাফির পাঁচ? - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

কুমিল্লার চার নাকি মাশরাফির পাঁচ?

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট।।

মেট্রোরেলে চড়ে ঘুরে বেড়িয়েছে বিপিএল ট্রফি। ফাইনালের আগের ফটোসেশনে গতবারের মতো এবারো ট্রফিতে ছিল ইমরুল কায়েসের হাত। ফাইনাল শেষে তার হাতেই শোভা পেয়েছিল ট্রফি। এবারো কি একই দৃশ্যের পুনরাবৃত্তি হবে? ইতিহাস তো কথা বলছে তার পক্ষে। কারণ তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠে হেরে গেছে, এমনটা হয়নি কখনো।

ফাইনালে অপরাজিত কুমিল্লার চোখ চতুর্থ শিরোপায়। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে পথের কাঁটা সিলেট স্ট্রাইকার্স, যারা কি না কখনো ফাইনালেই খেলেনি। এর আগে একবারই প্লে অফ খেলেছিল তারা, সেটাও ২০১৩ সালে। কাগজে কলমে সিলেট পিছিয়ে। কিন্তু ইতিহাস আছে তাদের পক্ষেও। কারণ দলের নেতা যে মাশরাফি মুর্তজা, যিনি কখনো ফাইনাল খেলে হারেননি। পাঁচ বছরে ঢাকার হয়ে দুইবার এবং কুমিল্লা ও রংপুরের হয়ে একবার করে শিরোপা জিতেছেন। চারবার ফাইনাল খেলে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে তার দল।
এবার সিলেটকেও নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি জাদুকরের মতো। এই আসরে প্রথম পাঁচ ম্যাচ জেতার পর তারাই ছিল ফেভারিট। লিগ পর্বে শীর্ষ দল হয়েই উঠেছে প্লে অফে। যোগ্য দল হয়ে ফাইনালে তারা। মাশরাফির জাদু আর কুমিল্লার অভিজ্ঞতার লড়াই হবে এবারের ফাইনালে।

এবারের আসরে সিলেটকে তিনবারের দেখায় দুইবার হারিয়েছে কুমিল্লা। যদিও প্রথম দেখায় হেরেছে তারা, তারপরও প্রতিপক্ষ হিসেবে সিলেটকে হালকাভাবে নেওয়ার কোনো কারণই দেখেন না ইমরুল, ‘অবশ্যই ভালোভাবে দেখছি (সিলেটকে)। কারণ তারা যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছিল এবং ফাইনালে আসছে। এটা তাদের কৃতিত্ব দিতে হবে। তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে তাদের যারা স্থানীয় ক্রিকেটার আছে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। সিলেট অবশ্যই শক্তিশালী দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে তাহলেই সম্ভব (চ্যাম্পিয়ন হওয়া)।’

বলা হচ্ছে দুই দলের ব‌্যাটিং গভীরতা অনেক বেশি থাকলেও বোলিংটাই মূল শক্তি। কুমিল্লার আন্দ্রে রাসেলের সঙ্গে মোস্তাফিজুর রহমান, তানবীর ইসলাম, মঈন আলী, মুকিদুল ইসলাম মুগ্ধরা ভালো বোলিং করছেন। সিলেটের সাকিব, রুবেলের সঙ্গে লিউক উড, জর্জ লিন্ডে আলো ছড়াচ্ছেন। ফাইনালে বোলিং পার্থক‌্য গড়ে দিতে পারে এমন ধারণা করা হচ্ছে। ইমরুলও প্রায় একই কথা বললেন, ‘দুই দলেরই বোলিং শক্তিশালী, আমি মনে করি। দুই দলের বোলিং শক্তিশালী না হলে তো ফাইনাল খেলতে পারতো না। এই সিদ্ধান্তটা আসলে মাঠেই হয় (কারা শক্তিশালী)। এখানে বলা কঠিন।’

নামে-ভারে কুমিল্লার থেকে অনেক পিছিয়ে সিলেট। তবে সিলেট নিজেদের স্নায়ু নিয়ন্ত্রণে রেখে যেভাবে ফাইনালে এসেছে, যে প্রক্রিয়ায় সফল হয়েছে সেটা ধরে রাখতে পারলেই বড় সাফল্য পাবে বলে বিশ্বাস করেন মাশরাফি, ‘যদিও কুমিল্লা দল অনেক অনেক ভালো, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবো না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।’

সাত দলের প্রায় দেড় মাসের লড়াই শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা নামবে আজ। শেষ হাসি হাসবে কোন দল, জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে মুখোমুখি হবে কুমিল্লা ও সিলেট, সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD