1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে ১৬ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ছায়া জাতিসংঘের শান্তি সম্মেলন - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুবিতে ১৬ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ছায়া জাতিসংঘের শান্তি সম্মেলন

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২০৩ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় শান্তি সম্মেলন সমাপ্ত হয়েছে।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন শনিবার (১৮মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাপ্তি টানা হয়।

জানা যায়, ‘শান্তির জন্য কূটনীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১৬টি বিশ্ববিদ্যালয় ও ১টি ক্যাডেট কলেজের মোট ১১০ জন শিক্ষার্থীদের নিয়ে ৫টি কমিটি গঠন করে শান্তির জন্য আলোচনা করেন নেতারা। সম্মেলনের কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার কমিশন, বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, ইকোনমিক এন্ড সোস্যাল কাউন্সিল।

সম্মেলনের উপ-মহাসচিব মো. নাইমুর রহমান ভুঁইয়া বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ-বিগ্রহে জড়িত। কিন্তু জাতিসংঘ মনে করে যুদ্ধ নয়, কূটনীতির মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় কূটনীতির মাধ্যমে সমাধান খোঁজা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের যে থিমগুলো পাওয়া গিয়েছে সেগুলো আমরা ঢাকাস্থ জাতিসংঘের অফিসে পাঠিয়ে দেবো। তারা সেগুলো নিয়ে কাজ করবে বলে আমরা আশাবাদী।

ইউএনএইচসিআর-এর জার্মানী প্রতিনিধি আয়েশা আশরাফী রিফা বলেন, বর্তমানে মধ্যপাচ্যে সিরিয়া, ইয়ামেন, যুদ্ধ, বিগ্রহে প্রায় ৭০% মানুষ মৌলিক অধিকার হারিয়ে ফেলছে। আমাদের প্রথম কাজ হবে তাদের খাদ্য, বস্থ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তথা তাদের মৌলিক অধিকার গুলো পূরণ করার জন্য কাজ করা। আমরা আমাদের সমস্যা এবং সমাধান চিহ্নিত করেছি, এখন প্রয়োজন সে অনুযায়ী কাজ করা।

এবারের ছায়া জাতিসংঘ সম্মেলনে ১৬জন বিচারক দায়িত্ব পালন করেছেন। এই সম্মেলনের মহাসচিব হিসেবে ছিলেন রায়হান আহমেদ আবির, উপ-মহাসচিব মো. নাইমুর রহমান ভুঁইয়া, মহাপরিচালক রিজবান ফাহিম ও মাইনুদ্দিন ভুইয়া তানভীর।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ম ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও ২০১৯ ও ২০২২ সালে ‘গেম অফ ডিপ্লোম্যাসি’ নামে দুটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD