1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কোল্ড স্টো‌রে‌জে অ‌বৈধভা‌বে ২১লাখ ডিম ও ২৪হাজার কেজি মি‌ষ্টি উদ্ধার, জরিমানা আদায় - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

কুমিল্লায় কোল্ড স্টো‌রে‌জে অ‌বৈধভা‌বে ২১লাখ ডিম ও ২৪হাজার কেজি মি‌ষ্টি উদ্ধার, জরিমানা আদায়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কু‌মিল্লার লালমাই উপ‌জেলার বরল-বাগমারা এলাকায় অ‌বৈধভা‌বে কোল্ড স্টো‌রে‌জে ডিম ও মি‌ষ্টি মজু‌দের বিরু‌দ্ধে মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়। মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন কু‌মিল্লা জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মে‌হেদী হ‌াসান শাওন। অ‌ভিযা‌নে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে প্রাপ্ত ত‌থ্যের আলো‌কে বেলা ১২টা থে‌কে সা‌ড়ে ৪টা পর্যন্ত প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে দেখা যায়, ঐ এলাকার মেঘনা কোল্ড স্টো‌রে‌জে অ‌বৈধভা‌বে ২১ লাখ ডিম এবং ৮০০ ড্রাম বা প্রায় ২৪ হাজার কে‌জি মি‌ষ্টি ও মি‌ষ্টির সিরা মজুদ ক‌রে রাখা হ‌য়ে‌ছে। এক‌টি আলুর কোল্ড স্টো‌রে‌জে এমন বিপুল পরিমাণ ডিম ও মি‌ষ্টি মজুদ করার বিষ‌য়ে কর্তৃপক্ষ কে‌ান স‌দোত্তর দি‌তে পা‌রে‌নি। কোল্ড স্টো‌রেজ প‌রিচালনায় কৃ‌ষি বিপণন অ‌ধিদপ্তর থে‌কে কৃ‌ষি পণ‌্য মজু‌দের লাই‌সেন্স প্রয়োজন হ‌লেও কর্তৃপক্ষ সে‌টি দেখা‌তে ব‌্যর্থ হয়। ফ‌লে কৃ‌ষি বিপণ‌নের লাই‌সেন্স না নি‌য়ে ‌কোল্ড স্টো‌রেজ প‌রিচালনা করা এবং অ‌বৈধভা‌বে বিপুল সংখ‌্যক ডিম ও মি‌ষ্টি মজুদ করায় নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কোল্ড স্টো‌রেজ কর্তৃপক্ষ‌কে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে কৃ‌ষি বিপণন আই‌ন ২০১৮ এর দু‌টি ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড ক‌রেন। একই সা‌থে আগামী ৪৮ ঘন্টার ম‌ধ্যে এ সকল পণ‌্য বাজারজাত কর‌তে লি‌খিত অঙ্গীকারনামা রা‌খেন এবং কৃ‌ষি বিপণন কর্মকর্তা‌কে ম‌নিট‌রিং করে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে প্রতি‌বেদন দা‌খি‌লের নি‌র্দেশনা দেন। একই সম‌য়ে উক্ত কোল্ড স্টো‌রে‌জে অ‌বৈধ প্রক্রিয়ায় মি‌ষ্টি সংরক্ষণ করায় বিষয়‌টি ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কাজ হি‌সে‌বে আম‌লে নি‌য়ে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যালয় কর্তৃক অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে চার মি‌ষ্টি ব‌্যবসায়ী‌কে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে লালমাই স্যানিটারি ইন্স‌পেক্টর মনজুর হোসেন, সদর স্যানি‌টা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। অ‌ভিযা‌নে লালমাই উপ‌জেলা প্রশাসন সা‌র্বিক দিক নি‌র্দেশনা দি‌য়ে সহ‌যো‌গিতা ক‌রেন।

জনস্বা‌র্থে এ ধর‌ণের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD