1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নগরীতে পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ পাঁচজন গ্রেফতার - Dainik Cumilla
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা কুমিল্লায় ১২ সাংবাদিককে সন্মাননা প্রদান গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সকলকেে এগিয়ে আসতে হবে : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় ৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ সমগ্রী বিতরণ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোটে ছাত্রদলের আনন্দ মিছিল কুমিল্লায় রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ জন গ্রেফতার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র ব্রাহ্মণপাড়ায় সড়কে যানজট করায় ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীতে নিউ যত্ন নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

নগরীতে পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ পাঁচজন গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক অভিযানে ছিনতাই চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একটি চক্র নগরীতে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে ছিনতাই করতো।
রোববার (১২ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

গ্রেফতাকৃতরা হলেন- কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সুমন ও একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুজন, নগরীর উত্তর চর্থা এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান, কুমিল্লার বরুড়া উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন ও কুমিল্লা শহরতলীর চাঁনপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রাহিদুল ইসলাম মাহি।

পুলিশ সুপার আবদুল মান্নান জানান, গ্রেফতার ছিনতাইকারী চক্রটি কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে এসে পথচারীদেরকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে ছিনতাই করতো। পরে বৃহস্পতিবার (৯ মে) পুলিশের অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সুমনকে গ্রেফতার করা হয়। সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী সুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে, ১টি পাইপগান, ২টি কার্তুজ, ১টি রামদা এবং ওয়ারড্রফ এর ভেতর থেকে ছিনতাইকৃত ১টি বারো আনা ওজনের স্বর্ণের চুড়ি, বিভিন্ন তালার চাবি ১১০টি, হাইওয়ে পুলিশের ডিপ সাইন সংযুক্ত ২ সেট পোশাক ও বিডি পুলিশের কেডস জুতা ১ জোড়া, ১টি হ্যান্ডকাপ, ছিনতাইকৃত মহিলাদের ভ্যানিটি ব্যাগ ১০টি, ২টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে কম্পোজকৃত লেমিনিটিং করা এবং তার ভাড়া বাসার উঠানের পাশে রাখা ১টি হেলমেট’সহ ১টি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, ১টি র‍্যাপ রোড মাস্টার মোটরসাইকেল, ১টি পালসার ১৫০ সিসিমোটর সাইকেল, ১টি পিকআপ গাড়ী, ১টি তালা কাটার, ষ্টীলের কভার সহ ২টি চাকু, ১টি এসএস ষ্টীলের হাতলযুক্ত দ্বিফলা কুড়াল, ৫টি কাঠের হাতলযুক্ত হাতুড়ী, ৩টি বিভিন্ন সাইজের সেলাই রেঞ্জ এবং ছিনতাইকৃত ১১টি ব্যাক প্যাক ও ১০টি মানি ব্যাগ, ১টি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত ৫টি মহিলাদের পার্সব্যাগ এবং ছিনতাই পরবর্তী ভাগে পাওয়া ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আরেকটি ছিনতাইকারীর দল নগরীর ঠাকুরপাড়ায় সিএনজিযোগে এক মহিলার কাছ থেকে স্বর্নালংকার ছিনতাই করে। পরে অভিযোগ পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১১ মে) রাতে সিএনজি চালক মো. রাকিব হোসেনকে পুলিশ গ্রেফতার করে। পরে সিএনজি চালকের দেওয়া তথ্যমতে অপর দুই আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি ১টি, ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণ, ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি আইফোন, ১টি চাপাতি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD