1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎতের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

মুরাদনগরে যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎতের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের খুরুইল সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান মোল্লার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকাকে শ্লীলতাহানি ও কু-প্রস্তাব, ছাত্রীদের যৌন হয়রানি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ১২টায় মাদরাসার সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে ওই প্রতিষ্ঠানের ভুক্তভোগী ওই শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

এসময় ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে দ্রুত অপসারণের দাবি জানান এবং তা না করা হলে পরীক্ষা ও ক্লাস বর্জনের হুমকি দেয়। মানববন্ধন ও প্রতিবাদ শেষে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন ভূঁইয়া জনীর কাছে ভুক্তভোগীসহ ১৭ জন শিক্ষক ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র দেন এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগী একাধিক শিক্ষিকা ও ছাত্রীরা ফেনীর সিরাজ উদ দৌলা ও নুসরাতের প্রসঙ্গ টেনে বলেন, আমরা খবরের শিরোনাম হতে চাইনা। এতদিন চুপ থেকেছি, কিন্তু আর না! আমরা না পারি কাউকে কিছু বলতে না পারি সইতে। ফেনীর নুসরাতের মত হতে চলেছে আমাদের অবস্থা। অধ্যক্ষের কু-প্রস্তাবের যন্ত্রনায় আমাদের মাদরাসায় আসা যাওয়া বন্ধ হওয়ার উপক্রম। সে বিভিন্ন সময়ে আমাদেরকে শ্লীলতাহানি ও কু-প্রস্তাব দেয়। সে একবার এক শিক্ষিকা টেঁনে হেঁচরে খালি ক্লাসরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পরে ওই শিক্ষিকার চিৎকারে মানুষ জড়ো হয়ে তাকে জুতা পিঠা করেছে। এরপর সে এমন কাজ আর করবে না মর্মে প্রকাশ্যে মুচলেখা প্রদান করে। এরপরও তার অপকর্ম থামেনি। আমরা তার দ্রুত অপসারণ চাই।

মাদ্রাসা পরিচালনা পরষদের সাবেক সভাপতি মো. আলমগীর কবির বলেন, তাঁর কাছে মাদরাসার ছাত্রী ও নারী শিক্ষিকারা কেউ নিরাপদ নয়। তার অপকর্মের বর্ণনা দিয়ে শেষ করা যাবেনা। সে মাদরাসার রেজুলেশন বই, আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সরিয়ে ফেলেছে। তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় মুরাদনগরে তৎকালীন উপজেলা নির্বাহী মো.বেলাল আহম্মেদ তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে মামলা করেছিলেন ওই মামলায় সে জেলও খেটেছেন। পরে সে ১০ বছর পর বিভিন্ন অসৎ উপায়ে বোর্ড ম্যানেজ করে আবার মাদরাসায় যোগ দেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, খুরুইল সিনিয়র আলিম মাদরাসার সাবেক সভাপতি মো. আলমগীর কবির, সহকারি শিক্ষক মো. শাহজাহান, ইংরেজি প্রভাষক ফিরোজুর আলম, বাংলা প্রভাষক মোসা. সেলিনা আক্তার, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, আলামুল হুদা মাস্টার, মো. সেলিম, মো. রহুল আমিন সরকার, অভিভাবক সদস্য আহম্মদ মুন্সি, মো. আবদুস সালাম, মাও একরামুল হক, মো. হেলাল মুন্সি প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মো. আনিসুর রহমান মোল্লা দোষ স্বীকার করে বলেছেন, আমি এ প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় চলে যাব। এ মর্মে আমি শিক্ষক ও এলাকাবাসীর কাছে লিখিত দিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD