মো মিজানুর রহমান মিনু :
চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী শংকর চন্দ্র সাহা, চৌদ্দগ্রাম অফিসের সহকারী প্রকৌশলী রুবেল হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন বিপ্লব, ফারুক আবদুল্লাহ, তৌহিদুর রহমান, কাজী বাবুল, কাজী মাসুম, খোরশেদ আলম প্রমুখ। ৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ভূমিকম্প প্রতিরোধক চারতলা ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করবে মের্সাস রেহানা কনস্ট্রাকশন।