মারুফ হোসেন–
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় মোক্তল হোসাইন মেমোরিয়াল একাডেমি। প্রতিষ্ঠানটি সফলতায় ২০ বছর। প্রতিবছর দেশের স্বনামধন্য মাধ্যমিক প্রতিষ্ঠান গুলোতে পড়াশোনার সুযোগ করে নিচ্ছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (৯ মার্চ ২০২৪) অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সুলতান আহমেদ এর সভাপতিত্বে এবং সহঃ শিক্ষক শারমিন আখির উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজার এসআইবিএল ব্যাংক মোঃ জসীম উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাজমা আক্তার,বুড়িচং মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,ডাঃ মোঃ আবুল হাসেম,ডাঃ মনিরুল ইসলাম, প্রভাষক ও সাংবাদিক এম এ হান্নান,সিএ বুড়িচং উপজেলা মাঈন উদ্দিন, মানবতার পূর্ব পাড়া মহিউদ্দিন সবুজ, ব্যবসায়ী মোঃ মারুফ, মোঃ জামাল হোসেন, উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের মান্য গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিদের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।