মারুফ হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান ও কুমিল্লার ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(২৬ ফেব্রুয়ারি ২০২৪) প্রতিষ্ঠানের প্রাঙ্গণে মরহুম গোলাম মোস্তফা ফাউন্ডেশন ও মরহুম সেকান্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও এমপি আলহাজ্ব আবু জাহেরকে সংবর্ধনা প্রদান ও শিক্ষার্থীকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু জাহের। প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন মাস্টার এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুল করিম ঠিকাদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম আবদুল হক মাষ্টার, ছয়গ্রাম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ এ এইচ এম দেলোয়ার মামুন,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দাতা সদস্য মোঃ হাবিবুর রহমান বাবুল,বুড়িচং থানার সাব- ইন্সপেক্টর নুরুল ইসলাম,বিদ্যুৎসাহী স্বপন কুমার সাহা।আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জসীম উদ্দিন মাস্টার,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক গোলাম সামদানী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন,এড জহিরুল ইসলাম,সোনার বাংলা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আমজাদ হোসেন সৌদি প্রবাসী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মাহবুব আলম, বাবুল হোসেন মাসুদ, কামাল তালুকদার, মানিক মিয়া, রিংকু আক্তার,আবুল কাশেম মেম্বার, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সহকারী শিক্ষক যথাক্রমে হোসেন আলী,শাহজাহান, কাজী সায়মান,শাহানারা বেগম,মোজাম্মেল হক, এম নজরুল ইসলাম, আবু কাউছার,নাজমুল হাসান,ঝরনা বেগম।অনুষ্ঠান শেষে সোনার বাংলা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি আমজাদ হোসেনের বাড়িতে নব নির্বাচিত এমপির পদার্পণে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
অনুষ্ঠান শেষে এমপি আবু জাহের কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়ার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় এলাকায় মান্য গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।