1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ফকিরবাজার মাঠে মরহুম মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

বুড়িচংয়ে ফকিরবাজার মাঠে মরহুম মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৮ বার পঠিত

মারুফ হোসেন:

‘মাদক’কে না বলুন,ফুটবল’কে হা বলুন’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল ফাইনাল প্রীতি ম্যাচ। (২৪ ফেব্রুয়ারি ২০২৪) শনিবার বিকাল ৩ ঘটিকায় খেলায় অংশগ্রহণ করেন সমাগম সংসদ বনাম ফকির বাজার একাদশ।খেলায় আয়োজন করেছেন ফকিরবাজার স্কুল এন্ড কলেজের দাতা সদস্য রিথী এন্টারপ্রাইজ ও এসএমজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ পলাশ। তিনি তার বাবা মরহুম মোহাম্মদ আলীর স্মৃতিতে উক্ত খেলা আয়োজন করেন।উক্ত খেলায় বিশেষ আকর্ষণ র‍্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুলতান মাহমুদ পলাশ ও তার সুযোগ্য কন্যা সামিয়া মাহমুদ রিথী।

ফুটবল খেলা এবং র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল করিম ঠিকাদার।আলহাজ্ব ফয়েজ আহম্মদ মেম্বারের সভাপতিত্বে ও মো আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক ও সভাপতি আলহাজ্ব আলী আহাম্মদ মাস্টার। খেলায় মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।সমাগম সংসদ দলের অধিনায়ক ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহাদাত হোসেন অরুপ ও ফকির বাজার একাদশ দলের অধিনায়ক মোঃ সাগর। খেলার রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন অহিদুর রহমান সহাকারি দায়িত্বে ছিলেন আবুল কাশেম ও মোঃ টিটু। খেলায় ড্র সমতা থাকায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়। ব্যাপক দর্শকদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আব্দুল করিম চেয়ারম্যান ও সুলতান মাহমুদ পলাশ।বাকশীমুল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মানিক মিয়া সহ অন্যান্য খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD