তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
“সত্য-সেবা-ধর্ম” এই শ্লোগান সামনে রেখে হরিনাম প্রচারে ও জগৎ মঙ্গল কামনায় কুমিল্লা দেবীদ্বার উপজেলাধীন গাদিসাইর শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী (এম. এ ট্রিপল সপ্ততীর্থ) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে ১৫ ফেব্রুয়ারী হতে পাঁচদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যদিয়ে ৪৫তম বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ চলছে।
তদুপলক্ষে প্রথম দিন ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় গুরু সংঘ শেষে গঙ্গা আবাহন অন্তে অধিবাস কীর্তন শেষে পরদিন ১৬ ফেব্রুয়ারী শুক্রবার অরুণোদয় হইতে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আরম্ভ এবং দ্বিপ্রহরে ভোগরাগ ও প্রসাদ বিতরণ করা হয়।
আজ-কাল শনিবার ও রবিবার দুইদিন অহোরাত্র নামযজ্ঞ এবং দ্বিপ্রহরে ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ।
শেষদিন সোমবার অরুণোদয়ে মহা নামযজ্ঞের পরিসমাপ্তি ও নগর পরিক্রমা।
এতে নামসূধা পরিবেশন করছেন সাতক্ষীরা হতে আগত শ্রী শ্রী দেব নারায়ণ সম্প্রদায়, ফরিদপুর শ্রী শ্রী বাসুদেব সম্প্রদায়, খুলনা শ্রী শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, কুমিল্লা শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায় ও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী বিবেকানন্দ সম্প্রদায়।
উৎসবকে ঘিরে প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত শ্রোতার সমাগম ঘটে। এছাড়াও মন্দিরের পশ্চিম পাশে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।