বুড়িচং প্রতিনিধি।।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহিত কুমার দে , অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান , উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা. আফরিণা আক্তার , উপজেলা কৃষি অফিসার, বুড়িচং, কুমিল্লা।
২০২২ সালে বুড়িচং উপজেলার কৃষি উন্নয়নে সার্বিক সহযোগিতার স্বীকৃতি স্বরূপ ড. মো. রফিকুল ইসলাম , সিএসও ও প্রধান, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা, ড. মোহাম্মদ আশিকুর রহমান, এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা, ড. মো. মামুনুর রশিদ, এসএসও, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা, তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ৩ জন উপসহকারি কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ৩ জন উপসহকারি কৃষি অফিসার কে সম্মাননা প্রদান করা হয়।
একইসাথে কৃষি তথ্য সার্ভিসকে ৩০৮৪ জন কৃষি কথার গ্রাহক প্রদান করা হয়।