গোলাম হোসাইন তামজীদ।।
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মৌলুবী বাজার এলাকায় ডায়বেটিক এসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়া গামী বেপরোয়া বলাকা বাসের চাপায় দুই বেকারী শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। অপর আহত বেকারী শ্রমিক শাহপরানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার( ৮ ফেব্রুয়ারি) দিবাগত ১০ টা ৫০ মিনিটে এদূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার।
তিনি জানান, নিহত অহিদুর রহমান (৪০) ও মোঃ সাগর (১৯) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা। মোটর সাইকেল আরোহী সবাই বরুড়া পৌরসভার চেয়ারম্যান পোল সংলগ্ন একটি বেকারীতে কর্মরত ছিলেন। আহিদুর,সাগর এবং শাহপরান সবাই রাতের খাবার খেয়ে খেয়ে বেকারিতে যাওয়ার পথে এদূর্ঘটনা ঘটলে অহিদুর ও সাগর সেখানেই হন। আহত শাহপরানকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।