মারুফ হোসেন,বুড়িচং
৩১ জানুয়ারী বুধবার কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আলী আকবর চেয়ারম্যান এর স্মরণে বাকশীমুল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা আমির, তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ, আওলাদে রাসুল(সাঃ) শাইখুল হাদীস, আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, জৌনপুরী হুজুর, বর্তমান গদ্দিনিশীল পীর, আব্বাসী মণ্জিল, জৌনপুর দরবার শরীফ, নারায়ণগঞ্জ। বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ওবায়দুস সোবহান মামুন সাঈদী,বাকশীমুল, বুড়িচং, কুমিল্লা।
আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওঃ মীর মোঃ সলিম উল্লাহ, সাবেক অধ্যক্ষ, অত্র মাদ্রাসা,হযরত মাওঃ মনির হোসাইন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আবিদপুর গাউসুল আজম আলিম মাদ্রাসা, হযরত মাওঃ হাফেজ মোঃ আতিকুর রহমান, খতিব, বাকশীমূল উত্তরপাড়া জামে মসজিদ,হযরত মাওঃ আল আমিন শিল্পী, প্রভাষক, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা,হযরত মাওঃ ডাঃ নুরুল আলম খান, খতিব, বাকশীমূল পূর্বপাড়া জামে মসজিদ, হযরত মাওঃ মিজানুর রহমান, ধর্মীয় শিক্ষক, বাকশীমূল উচ্চ বিদ্যালয়, হযরত মাওঃ আমজাদ হোসাইন, খতিব, বাকশীমূল উত্তরপূর্ব পাড়া জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা, হযরত মাওঃ আবু ছালেহ মোঃ ছাদেক হোসেন, উপাধ্যক্ষ, মঙ্গলকান্দি কামিল মাদ্রাসা, তিতাস,হযরত মাওঃ আশিকুল্লাহ, খতিব, বাকশীমূল দক্ষিণপাড়া জামে মসজিদ, মাওঃ মাশহুদুর রহমান, খতিব, বাকশীমূল পশ্চিমপাড়া জামে মসজিদ, হযরত মাওঃ মুফতি শোয়াইব আহাম্মদ, খতিব, বাকশীমূল পশ্চিম (বাতান) জামে মসজিদ,হযরত মাওঃ আঃ রৌফ, খতিব, বাকশীমূল বাজার জামে মসজিদ,হযরত মাওঃ উমর ফারুক, খতিব, মির্জাপুকুরপাড় জামে মসজিদ, মাওঃ মোস্তফা কামাল, খতিব, খোদাইধূলী জামে মসজিদ বুড়িচং কুমিল্লা এবং বাকশীমুল উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাইমারি স্কুলের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন বাকশীমুল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম। এবং সার্বক তত্ত্বাবধানে ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে অত্র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম।