মারুফ হোসেন, বুড়িচং।।
সোমবার ২৯ জানুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং সদর ইউনিয়ন এর পূর্ণমতি এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বেলা ১ টার সময় মোঃ মনির হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,০০,০০০ ( এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান এবং পাইপ গুলো বিনষ্ট করার নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। একাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস টিম এবং বুড়িচং সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।এবং উল্লেখ্য যে স্বচ্ছ ও সুন্দর বুড়িচং গঠনে পূর্বে কয়েক দফায় এ কাজ পরিচালনা করেছেন তিনি। মোঃ ছামিউল ইসলাম বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।