1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির টি-টেন ক্রিকেট প্রিমিয়ারলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির টি-টেন ক্রিকেট প্রিমিয়ারলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

” খেলবে কুমিল্লা বার, দেখবে সকল বার ও সারাবিশ্ব ” – এই শ্লোগান সামনে রেখে ১৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলবেলা কুমিল্লা গোমতী নদীর পাড় শেখ কামাল ক্রীড়া পল্লীতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সিডিবিএ টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছানউল্লাহ খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলাপ্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, কুমিল্লা পুলিশসুপার মোঃ আব্দুল মান্নান বিপিএম (বার) ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট কাজী আবদুল কাইয়ুম মিন্টু এবং ভাষ্যকার ছিলেন এডভোকেট এম এ আদনান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ও জার্জ ইনচার্জ মোঃ ইমাম হাসান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক এবং সহকারী কমিশনার অতীশ সরকার।

এসময় উপস্থিত ছিলেন লিগ্যাল ওয়ারিয়র্স এর টিম ম্যানেজার ও সাবেক জেলা পিপি মোঃ এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সাবেক সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মমিন ফেরদৌস, সাবেক সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহীদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, কোষাধ্যক্ষ এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট সঞ্জয় সরকার, এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহিদুল আহসান টিপু, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, আইটি সম্পাদক এডভোকেট মোঃ শাহজাহান ভূঁইয়া, লেজিস লিগ্যাম জায়ান্টস্ টিম ম্যানেজার এডভোকেট মোঃ বদিউল আমল সুজন ও এডভোকেট তাপস চন্দ্র সরকার সহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচ শতাধিক আইনজীবী ও সহস্রাধিক দর্শক।

প্রধান অতিথি মোঃ হেলাল উদ্দিন বলেন, শতব্যস্ততার মাঝেও কুমিল্লার আইনজীবী একটি চমৎকার খেলা উপহার দিয়েছে দেখে আমি সত্যিই অভিভূত ও আনন্দিত। আমি আশাবাদী কুমিল্লা থেকে সকল বারে এ ক্রিকেট খেলাটি ছড়িয়ে যাবে। তিনি আরও বলেন- আমি আশা করছি আগামীতে কুমিল্লা বারের বিজ্ঞ আইনজীবীদের সাথে কুমিল্লা জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসি, কুমিল্লা জেলাপ্রশাসন ও পুলিশপ্রশাসন খেলবে ইনশাআল্লাহ।

ফাইনাল খেলায় লেজিস লিগ্যাম জায়ান্টস্ কে হারিয়ে লিগ্যাল ওয়ারিয়র্স জয়ী হয়েছেন। খেলায় ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন এডভোকেট জামিল আহমেদ রাতুল এবং টূর্ণামেন্টের সর্বোচ্চ রান করেছেন এডভোকেট রানা মজুমদার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD