1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নগরীর টমছমব্রীজ গোয়ালপট্টি,ফৌজদারি,রাণীর বাজারে মোড়ে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয় - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

নগরীর টমছমব্রীজ গোয়ালপট্টি,ফৌজদারি,রাণীর বাজারে মোড়ে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর অন্ত চারটি জায়গায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের টমসনব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে কুমিল্লা শহরের রাণীর বাজার বিসিক সড়কে ককটেল বিষ্ফোরণ ঘটাতে গিয়ে মোটর সাইকেল ও ককটেল ফেলে পালিয়েছে এক যুবক। শুক্রবার রাত পৌণে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের ফুটেজ সংগ্রহ করছে।

এ ঘটনার তাৎক্ষনিক তদন্তে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানিয়েছে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটানো হতে পারে। এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে আছে। ভোট বিরোধীরা একাজ করে থাকতে পারে।

স্থানীয়রা জানান, রাত পৌণে ৯টার দিকে কুমিল্লা শহরের টমসনব্রিজ এলাকার একটি ক্লিনিকের সামনে চারটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। একই সময়ে গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে একাধিক ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। কিন্তু রাণীর বাজার- বিসিক রোডে ককটেল বিষ্ফোরণ ঘটানোর চেষ্টার সময় জনতা ধাওয়া করে। এ সময় মোটর সাইকেল ও ককটেল ফেলে পালিয়ে যায় এক যুবক।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ। তারা সিটি ফুটেজ সংগ্রহ করছে এবং ককটেলটি নিরাপদে ঘিরে রেখেছে। সেই সাথে মোটর সাইকেল জব্দ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD